সোনারগাঁয়ে ১৩ বছরের কিশোরীকে যৌন হয়রানি থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক-
সোনারগাঁয়ে এক হোটেল মালিকের বিরুদ্ধে নাবালিকা কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়— ভাড়াটিয়া ১৩ বছর বয়সী আখি মনি, স্থানীয় কাঁচপুরের কুতুবপুর বোম্বাই চিপস কোম্পানীর সামনে নুর আলমের হোটেলে কাজ করছিল। মজুরি চাইতে গেলে হোটেল মালিক নুর আলম কিশোরীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে এবং পরিহিত পোশাক খোলার চেষ্টা করে। এসময় মেয়েটি নুর আলমের হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাটি পরিবারকে জানালে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর মা সালমা আক্তার বুধবার রাতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান—অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ বিকেলে পুলিশ ঘটনাস্থলে গেলে আসামি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা যায়। মুঠোফোনে এসআই ইসলাম কে কল করলে তিনি জানান, আসামীকে আমরা গ্রেপ্তার করতে সেখানে গিয়েছিলাম।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ধামাচাপা দিতে ও অভিযোগ উঠিয়ে নিতে স্থানীয় প্রভাবশালী এক নেতার পক্ষ থেকে রফাদফার চেষ্টা চলছে।