বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদে বি ডব্লিউ বি কার্ডের চাল বিতরন
নিজস্ব প্রতিবেদক-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে বি ডব্লিউ বি কার্ডের মাধ্যমে ২২০ টাকা সঞ্চয়ে ২০২৫ ও ২৬ অর্থবছরে ৯৭জনকে বিনামূল্যে প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত থেকে জুলাই আগস্ট এই দুই মাসের চাল একত্রে ৬০ কেজি করে জনপ্রতি সদস্যদের মাঝে চাল বিতরণ কর্মসূচি পরিচালনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মাসুম মিয়া ২নংওয়ার্ডের মেম্বার বাবু, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল মিয়া ৫নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন। ৬নংওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল ইসলাম ৭নং ওয়ার্ডের মেম্বার মোল্লা আবুল হোসেন, ৮নংওয়ার্ডের মেম্বার মোঃ আলমগীর হোসেন। ৯নং ওয়ার্ড মেম্বার মাোহাম্মদ নবীর হোসেন, সোনারগাঁও উপজেলার মহিলা ও শিশু বিষয় কর্মকর্তা নাসরিন সুলতানা, সংরক্ষিত মহিলা আসনের সদস্য উর্মি ও নার্গিস আক্তার এবং আসিয়া বেগমসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এখানে উপস্থিত ব্যক্তিরা বলেন, আমাদের চেয়ারম্যান এর কাজ কর্মে আমরা অনেক সন্তুষ্ট এবং ভবিষ্যতে উনার মত চেয়ারম্যানই আমাদের ইউনিয়নে দরকার। উনি যেভাবে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন অতীতে এরকম সেবা আর কখনও আমরা পাইনি। আমরা উনার দীর্ঘায়ু কামনা করি।