সোনারগাঁওয়ে বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের ফলজ গাছ বিতরণ
নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশন এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী অঞ্চলে প্রতাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এ ফলজ গাছ বিতরণ করা হয়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত টুরিস্ট পুলিশ অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হান্নান বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ
মোঃ আশরাফুল আলম আশরাফ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। মোঃ ছানাউল্লাহ, প্রধান শিক্ষক, প্রতাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঈন আল হোসাইন- প্রতিষ্ঠাতা পরিচালক, সোনারগাঁ ফাইটার কারাতে ক্লাব।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিঃ মোঃ মোক্তার হোসেন, ভাইস চেয়ারম্যান, বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাদিরা আক্তার নীরা, শিক্ষানবিশ আইনজীবি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিসমিল্লাহ্ এন এ জুলফিকার ফাউন্ডেশন ।
সঞ্চালনায় ছিলেন, মোঃ হোসাইন, চেয়ারম্যান, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।
এসময় শিক্ষানবিশ আইনজীবি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিসমিল্লাহ্ এন এ জুলফিকার ফাউন্ডেশন ও শিক্ষানবিশ আইনজীবি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা বক্তব্যে বলেন, বিশ্বকে শিশুদের জন্য বাসযোগ্য করতে গাছ লাগান পরিবেশ বাঁচান।