1. news@sonargaonbarta.com : সোনারগাঁও বার্তা : সোনারগাঁও বার্তা
  2. info@www.sonargaonbarta.com : সোনারগাঁও বার্তা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সোনারগাঁয়ে অবৈধভাবে সরকারি জমি থেকে মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল সোনারগাঁয়ে রাতের আঁধারে ডাকাতির কবলে প্রবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা সোনারগাঁয়ে শাওন হত্যা মামলার আসামিদের তাণ্ডব: বাদীর বাবাকে বাজার থেকে তুলে নিয়ে নির্যাতন বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁও উপজেলায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির ৭১ সদস্যের কমিটি গঠন মোগরাপাড়া এইচ,জি,জি,এস সৃতি বিদ্যালয়ে বিজয় দিবসের কর্মসূচি অনুষ্ঠিত জাপা নেতা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী—নারায়ণগঞ্জ–৩ আসনে সমালোচনার ঝড় সোনারগাঁয়ে জামায়াতের সমর্থনে ভট্টপুরে শক্ত সমাবেশ

কাঁচপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

কাঁচপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর মধ্যপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষদের হামলায় বাবা-ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী আবিদ হোসেন সোনারগাঁও থানায় পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত ২৪ নভেম্বর, সোমবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কাজ শেষে বাড়ি ফেরার পথে আয়মান হোসেনের বাবা আবিদ হোসেনকে কাঁচপুর মধ্যপাড়া এলাকায় ওতপেতে থাকা কয়েকজন আসামি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে একা পেয়ে বেদম মারধর করে। এ সময় আয়মান হোসেন (১৯) এবং তার মা মালা বেগম চিৎকার শুনে ছুটে আসলে তাদের ওপরও একইভাবে এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে তারা গুরুতর জখম হন।

পরিবারের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গালিগালাজ করতে করতে সেখান থেকে পালিয়ে যায়।

হামলার সময় মালা বেগমের গলা থেকে আঠানি একটি স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ টাকা) এবং আবিদ হোসেনের কাছে থাকা ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত বাবা, মা ও ছেলেকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আবিদ হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে     সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন-১. জুনায়েদ (১৮), পিতা আবুল হোসেন,২. অনিক (৩০), পিতা মোস্তফা,৩. মোনায়েম (২৮), পিতা আবুল হোসেন,৪. এনাম (২৫), পিতা নূর হোসেন,৫. মেহেদী হাসান (৩০), পিতা নূর হোসেন।

সোনারগাঁও থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট