
সোনারগাঁয়ের কাঁচপুরে জমি বিরোধে যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আশরাফ সিদ্দিক (৪০) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার ইলিয়াস ও রুবেলসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে। গত ২৯ নভেম্বর (শনিবার) বিকেলে রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের মা সেলি সিদ্দিক সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, বিবাদী ইলিয়াস (৫৫) ও রুবেল (৫২) দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে জড়িত এবং এ বিষয়ে দেওয়ানি মামলা ও জিডি চলমান রয়েছে। এর জেরে বিবাদীরা প্রায়ই তাদের পরিবারকে হুমকি দিয়ে আসছে।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন আশরাফ সিদ্দিক বাড়ির পাশেই কোদাল দিয়ে কাজ করছিলেন। এসময় বিবাদীরা ধারালো শাবল, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সেলি সিদ্দিকের বাড়ির পুরাতন অংশে অনধিকার প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায়। রুবেল আশরাফের গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করলে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে ইলিয়াস আশরাফের হাতের কোদাল দিয়ে তাঁর পিঠ, কোমর ও পায়ে আঘাত করে গুরুতর জখম করে। রুবেল লোহার রড দিয়ে আশরাফের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় এবং রক্তাক্ত হন।
এ সময় বিবাদীরা আশরাফের গলা থেকে এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন, ৩,৫০০ টাকা নগদ এবং তাঁর স্যামসাং এস–২৪ মোবাইল ফোন (মূল্য আনুমানিক দেড় লাখ টাকা) নিয়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহত আশরাফকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাসেদুল হাসান খান বলেন,
“লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”