
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সানাউল্লাহর ওপর সন্ত্রাসী হামলা,থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় বিশিষ্ট সমাজ সেবক সানাউল্লার ওপর হামলার অভিযোগ উঠেছে পেরাবো এলাকার সোহেব এর বিরুদ্ধে।
গত ২৭ নভেম্বর বিকেলে কাহেনা এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত সানাউল্লাহ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন,
আমার সোনারগাঁ থানাধীন কাহেনা মৌজায় ২৫ শতাংশ
সম্পত্তি রহিয়াছে। অনুমান ২৫/৩০ বছর পূর্বে আমি প্রবাসে থাকাবস্থায় উক্ত সম্পত্তি ক্রয় করি। আমার উক্ত
সম্পত্তিতে আমার পুকুর সহ নাল জমি রহিয়াছে। যাহা আমি সরকারী খাজনাদি পরিশোধ করতঃ শান্তিপূর্ন
ভাবে ভোগদখলে নিয়োজিত আছি। বিবাদী ১। সোহেব (৩৮), পিতা- মান্দু মিয়া, সাং পেরাবো,
সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ তাহার সহযোগী অপরাপর বিবাদীদের নিয়া আমার উক্ত সম্পত্তি জোর পূর্বক
দখল করার পায়তারা করিতে থাকে। বিবাদীদের একাধিকবার মৌখিক ভাবে প্রতিবাদ করিয়া বাঁধা প্রদান
করিলে বিবাদী আমাকে খুন জখমের হুমকি ধামকি প্রদান করিতো। যাহা নিয়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের
মধ্যস্থতায় মিমাংশার চেষ্টা করিলেও বিবাদী কাহারো কোন কথা কর্নপাত না করিয়া জোর পূর্বক আমার জমি
দখলের চেষ্টায় লিপ্ত থাকে। বিবাদী ঘটনাস্থলে থাকা সরকারী খাল বন্ধ করিয়া বিলে মাছ চাষ শুরু করে।
এলাকার লোকজন বিবাদীকে বাঁধা নিষেধ করিলে সে কাহারো কোন কথা শোনে নাই। ইং ২৭/১১/২০২৫
তারিখ বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার সময় আমি আমার জমির ক্রেতা নিয়া সোনারগাঁ থানাধীন কাহেনা
সাকিনে থাকা আমার অপর সম্পত্তিতে গেলে বর্ণিত বিবাদী সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদী দেশীয় অস্ত্রসস্ত্রে
সজ্জিত হইয়া আমার সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করতঃ বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করিতে
থাকে। বিবাদীরা আমাকে আমার জমি হইতে চলিয়া যাইতে বলে এবং ঘটনাস্থলে থাকা আমার এবং অন্যান্য
লোকজনের সম্পত্তি বিবাদী ভোগদখল করিবে মর্মে জানায়। তখন আমি বিবাদীকে মৌখিক ভাবে প্রতিবাদ
করিলে উপরোক্ত বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি পিটাইয়া আমার
মাথায়, পিঠে, ঘাড়ে, বুকে সহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। আমি মাটিতে পড়িয়া গেলে
বিবাদী আমার বুকের উপর উঠিয়া লোহার রড দিয়া বাইরাইয়া আমার দুই পায়ে নীলাফোলা সহ আমার
পায়ের হাটুতে গুরুতর হাড় ভাঙ্গা জখম করে। বিবাদী আমার সাথে থাকা নগদ ৪৮,৫০০/- টাকা নিয়া যায় ।
একপর্যায়ে আমার ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসিলে আমি পুনরায় আমার জমিতে
গেলে আমাকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে মর্মে প্রকাশ্যে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। পরে
উপস্থিত লোকজন আমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
নিয়া ভর্তি করে।
এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে বাদী সোহেবকে থানায় আসতে বললেও সে আসছে না এবং বিভিন্নভাবে সানাউল্লাহকে প্রাণ নাসের হুমকি দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত রাসেদুল হাসান খান বলেন,লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।