
সোনারগাঁয়ে জামায়াতের সমর্থনে ভট্টপুরে শক্ত সমাবেশ
নিজস্ব প্রতিবেদক-
গতকাল এশার নামাজের পরে সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের ভট্টপুর গ্রামে জামায়াতে ইসলামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত সমর্থিত প্রার্থী ডক্টর ইকবাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আসাদ মোল্লা, জামায়াত নেতা হোসাইন হাবিবী, সাবেক পুলিশ সদস্য আঃ রহিম খান, হাজী হান্নান, মোঃ আলমাছ ও হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় চমক হিসেবে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে সমর্থন জানান শ্রী গোপাল চন্দ্র দাস।
উক্ত অনুষ্ঠানে ভট্টপুর ও আশপাশের এলাকা থেকে শতশত মানুষ উপস্থিত হয়ে জামায়াতে ইসলামের পক্ষে মত প্রকাশ করেন।
সভায় বক্তারা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও এলাকার সার্বিক কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।