
জাপা নেতা থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী—নারায়ণগঞ্জ–৩ আসনে সমালোচনার ঝড়
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পূর্বঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীর পরিবর্তে দলটি নতুন করে মনোনয়ন দিয়েছে সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির নেতা গোলাম মসীহকে।
দলের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে প্রশ্ন তুলছেন, আদর্শভিত্তিক রাজনীতি দাবি করা দলটি কি তার মূল অবস্থান থেকে সরে এসে ভিন্ন রাজনৈতিক ধারার একজন নেতাকে মনোনয়ন দিয়ে বিতর্ক তৈরি করল?
হঠাৎ প্রার্থী বদল নিয়ে প্রশ্ন
দলীয় সূত্র জানায়, কৌশলগত বিবেচনায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোলাম মসীহের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিচিতি ভোটের মাঠে ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন ধারণা থেকেই তাকে মনোনীত করা হয়েছে। তবে এ সিদ্ধান্তে দলীয় নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
মনোনয়ন ঘোষণার পর ফেসবুক ও এক্সে নানা মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—
“ইসলামী আন্দোলন কি এখন স্বৈরশাসন ঘনিষ্ঠদের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে?”
আরেকজন লিখেছেন“আদর্শের কথা বলা দল এমন প্রার্থী বেছে নিল,এটা কি সামঞ্জস্যপূর্ণ?”
গুরুত্বপূর্ণ রাজনৈতিক আসন
নারায়ণগঞ্জ–৩ আসনটি সবসময়ই রাজনৈতিকভাবে আলোচিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বড় দলের পাশাপাশি বিকল্প ধারার রাজনৈতিক শক্তিও এখানে যথেষ্ট সক্রিয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন প্রার্থী ঘোষণা করে এ আসনে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গোলাম মসীহ সম্পর্কে জানা যায়
গোলাম মসীহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন। প্রায় তিন মাস আগে তিনি নীরবে যোগ দেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে।