মোগরাপাড়া এইচ,জি,জি,এস সৃতি বিদ্যালয়ে বিজয় দিবসের কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক-
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বিজয় র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহ আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আয়োজন করে মোগরাপাড়া হরিদাস গৌর গোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যালয়।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিজয়ের ইতিহাস জানার মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে উঠবে।
অনুষ্ঠান শেষে বিজয় র্যালি বের করা হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে। বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।