
সোনারগাঁও উপজেলায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির ৭১ সদস্যের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক-
পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ইএসএডিএস)–এর সোনারগাঁও উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি (২০২৬–২০২৭) আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক অনুমোদনপত্রে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, “স্বাস্থ্য নিয়ে গড়বো দেশ, দূষণমুক্ত বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নবগঠিত কমিটি পরিবেশ আন্দোলনকে আরও বেগবান করতে সক্রিয় ভূমিকা রাখবে।
অনুমোদনপত্রে আরও বলা হয়, এই কমিটি শুধু একটি সাংগঠনিক কাঠামো নয়; বরং সোনারগাঁও উপজেলার সাধারণ মানুষের পরিবেশ সচেতনতা বৃদ্ধি, প্রকৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবে। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা আছেন –
সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফজলুল হক ভূঁইয়া।
সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট কে,এম, সুমন, আক্তার হাবিব, আমিনুল ইসলাম আমিন, আবুল হোসেন, মোশাররফ উদ্দিন, আরিফুল ইসলাম, ও মোঃ মনির হোসেন।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল কালাম, হাজী শফিক রানা, রাশেদ উদ্দিন মল্লিক, আব্দুল আল মামুন, মো. শাহ জালাল মাস্টার, খাইরুল কবির লাল, ওহিদুজ্জামান মাস্টার, বাবু মিয়া ও এমদাদ হোসেন।
কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রফিকুল ইসলাম রফিক।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সোনারগাঁও উপজেলাকে একটি পরিবেশবান্ধব ও দূষণমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।