প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক
পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত,বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ এবং স্কুল কমিটির সভাপতি গাজী হারুন অর রশীদ, স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের শৃঙ্খলা, ফলাফল উন্নয়ন এবং অভিভাবকদের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত