
সোনারগাঁয়ে রাতের আঁধারে ডাকাতির কবলে প্রবাসী ও রাজনৈতিক নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রবাসী ও কুমিল্লার লালমাই থেকে আসা বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কাতার প্রবাসী রিফাতুজ্জামান ঢাকায় ফেরার পথে একটি গাড়িতে করে যাত্রা করছিলেন। এ সময় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র তাদের গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা গাড়ির ভেতরে থাকা যাত্রীদের মারধর করে মোবাইল ফোন, নগদ অর্থ, প্রবাসীর পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নেয়।
হামলায় গুরুতর আহতদের স্থানীয় একটি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কাতার প্রবাসী রিফাতুজ্জামান ছাড়াও বিএনপির কয়েকজন নেতাকর্মী রয়েছেন। আহত প্রবাসী রিফাতুজ্জামানের অভিযোগ, হামলার সময় ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে আক্রমণ চালায় এবং ভয়ভীতি দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেয়।
এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দাবি করেছেন, এটি একটি সাধারণ ডাকাতির ঘটনা নয়; বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলাও হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সোনারগাঁ থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।